রাজধানীর শ্যামলীর রাজপথে গুলশানের মেজর কামরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান কর্মসূচিগুলোতে দলটির পুরাতন বেশকিছু নেতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম একজন অবসরপ্রাপ্ত মেজর, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম।
আবারও তিনি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। দলবলসহ অংশ নিচ্ছেন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে।
গত শনিবারের বিএনপির পদযাত্রার পর আজ শুক্রবার রাজধানীর শ্যামলী রাজপথে বিএনপির পতাকা মিছিলে দেখা মিলল এই নেতার। দলটির আজকের কর্মসূচিতেও তার নেতৃত্ব একটি বড় দল পতাকা মিছিলে অংশ নেয়।
পরিচ্ছন্ন ইমেজ, অসাধারণ ব্যক্তিত্ব ও ভালো ভাবমূর্তির এই নেতা ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম।
মেজর (অব.) কামরুল ইসলাম বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা; এর আগে তিনি সফলভাবে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্বও সামলেছেন।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএম/কেএম)

মন্তব্য করুন