বাগেরহাটে ৪টি চোরাই গরুসহ দুই চোর আটক

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৩, ০৮:৫৮| আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৫৯
অ- অ+

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৪টি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।

গতকাল উপজেলার নোনাডাঙ্গা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়ক থেকে পিকআপ ও চোরাই গরুসহ ২ চোর আটক হলেও আরেকটি ট্রাকে করে কয়েকজন চোর পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, পিকআপ চালক শফিকুল মোড়ল (২৩) ও আফসার শেখ (৪০)।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ ২ চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গরু চোর সিন্ডিকেটের প্রধান বাগেরহাট সদর উপজেলার জাহাঙ্গীর শেখ একটি ট্রাকে করে ৪টি চোরাই গরু নিয়ে মোংলা-মাওয়া মহাসড়কের উপজেলার নোনাডাঙ্গা এলাকায় পৌঁছায়। এরপর তারা ওই ৪টি গরু অন্য একটি পিকআপে তোলে। এ সময় স্থানীয়রা গরু কোথা থেকে আনা হয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গরু চোর সিন্ডিকেটের প্রধান জাহাঙ্গীর শেখসহ চোর সিন্ডিকেটের অন্যরা একটি ট্রাক নিয়ে বাগেরহাটের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ ৪টি চোরই গরু ও একটি পিকআপাসহ দুই চোরকে আটক করেছে।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার
বাগেরহাটে অপহৃত শিশু কুষ্টিয়ায় উদ্ধার
বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২
‘ইত্যাদি’ মোংলা বন্দর পর্বের পুনঃপ্রচার শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা