চট্টগ্রামের ষোলশহরে পাহাড়ধসে শিশুকন্যাসহ বাবার প্রাণহানি

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৫:০৪ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১১:১৮
ফাইল ফটো

বন্দরনগরী চট্টগ্রামে পাহাড়ধসে সাত মাস বয়সী শিশুকন্যাসহ এক বাবার প্রাণহানি হয়েছে। রবিবার সকাল সাড়ে সাতটায় নগরীর ষোলশহর এলাকায় আই ডব্লিউ কলোনিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম বিবি জান্নাত আর তার বাবা মো. সোহেল (৩৫)। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাহাড়ধসে দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেশি থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, রবিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে পাহাড়ধসের খবর আসে। সেখানে পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক বলেন, ‘রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আই ডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটির খন্ড ওই ঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপা পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।’

এদিকে রাতভর টানা ভারী বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

এবারের বর্ষা মৌসুমে অন্তত ১০ বার জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম শহর। এর মধ্যে গত ৪ থেকে ৭ আগস্ট টানা চার দিন জলাবদ্ধতা ছিল। এসময় নগরীর কোনো কোনো এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত পানি জমেছিল।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ৭৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চলতি মাসের শুরুতেও টানা বর্ষণে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি দুর্ভোগে পড়েছিল লাখো মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন সপ্তাহের ব্যবধানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদুল আলম।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :