সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ২৩:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের বাসিন্দা রাজকুমার ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিকের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে সরেজমিনে পুকুর পাড়ে গিয়ে দেখা মিলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি পিন্টুভৌমিক সহ স্থানীয় অনেকের সঙ্গে।

এ সময় রুই, কাতলা, বিগ্রেড,সিলভার কাপ, তেলাপিয়া, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ৩০ লাখ মাছ বিষ প্রয়োগে নিধন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যচাষি পিন্টু।

পিন্টু বলেন, ১৭ বছর ধরে মাছ চাষ করি। নিজ গ্রামেে পশ্চিমপাড়ার বড়পুকুরটি লিজ নিয়ে চাষ করি ৮/৯ বছর যাবৎ। রবিবার দিবাগত মধ্য রাতে মাছ ধরার জন্য জেলেদের নিয়ে এই পুকুরে আসলে পুকুরে মাছ মরে পানিতে ভাসতে দেখা যায়। তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংক সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মৎস্য চাষ করে থাকি। বিষ প্রয়োগে মাছ মেরে আমার সর্বনাশ করেছে।

পুকুর পাড়ে দাঁড়িয়ে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য হরিবিলাশ মজুমদার বলেন, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। ঘটনার তদন্ত দাবি করেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক সহযোগিতার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দফতরে যোগাযোগ করা হলে সুযোগ সাপেক্ষে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ দায়ের করেন মৎস্য চাষী পিন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরওয়ার উদ্দীন বলেন--আমি খোঁজখবর নিয়ে দেখবো। জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন-বিষয়টি ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী পিন্টু ও স্থানীয় ইউপি সদস্য হরিবিলাশ আমাকে জানিয়েছে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :