নড়াইলে আ.লীগ নেতার দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১৪:৫৩| আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৫:০৮
অ- অ+

নড়াইল সদর উপজেলার আওয়ামী লীগ নেতা সৈয়দ রিয়াজ আলী দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের সৈয়দ রিয়াজ আলী জানান, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিয়েছেন। পারিবারিক ও শারীরিক কারণ দেখিয়ে দলীয় সকল কর্মকাণ্ড থেকে এবং নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নেয়ার জন্য ইতোমধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তীর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

এদিকে তিনি বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। ওই পদে প্রতিদ্বন্দ্বিতা বা প্রার্থিতা প্রত্যাহারের জন্যও আবেদন করেছেন।

সৈয়দ রিয়াজ আলী জানান, তিনি জন্মসূত্রে পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই দলের নৌকা প্রতীকে ভোট দিবেন। কিন্তু রাজনীতির মাঠে আর থাকবেন না।

(ঢাকাটাইমস/২৯ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা