কুষ্টিয়ায় চুরি হওয়া ৮ ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১২

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৩৯
অ- অ+

কুষ্টিয়া জেলা থেকে বিভিন্ন সময় চুরি হওয়া, অজ্ঞান, ছিনতাইসহ মরদেহ গুমের ঘটনায় ১২ আসামিকে গ্রেপ্তার ও ৮টি ইজিবাইক উদ্ধার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

মঙ্গলবার কুষ্টিয়া পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলনে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দে এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কুষ্টিয়ার কবুরহাট এলাকার নাজির আহাম্মেদ হিরু গত ৩ আগস্ট ইজিবাইকসহ নিখোঁজ হয়। এর সাথে জড়িত সন্দেহে সদর উপজেলার বারখাদ এলাকার জনি ও বাড়াদী এলাকার তুষারকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ আগস্ট চৌড়হাস এলাকার এজাজুল হকের বাড়ির বাগানে পুঁতে রাখা অবস্থায় নাজির আহাম্মেদ হিরুর মরদেহ উদ্ধার করা হয়। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পাবনা জেলার পাটকিয়াবাড়ী এলাকায় কুষ্টিয়া ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে আনন্দ মোল্লা ও রঞ্জুর কাছে থাকা হিরুর চুরি যাওয়া ইজিবাইক সহ আরো ৮টি ইজিবাইক উদ্ধার করা হয়।

এসব উদ্ধার অভিযানে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা