দিনাজপুরে বিধবার বাড়িতে তল্লাশিকালে ভুয়া ডিবি আটক

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫

দিনাজপুরের বিরামপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক বিধবার বাড়িতে তল্লাশির সময় বাবু (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর মাহমুদপুর আদিবাসীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাবু বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের চাপড়া বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার সকালে হাবিবপুর আদিবাসীপাড়ার এক বিধবা নারীর বাড়িতে ছয় যুবক ডিবি পরিচয়ে তল্লাশি চালায়। এসময় ওই বিধবা নারীকে তারা বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ওই নারীর বাবাকেও নির্যাতন করে। বিরামপুর থানাকে বিষয়টি মুঠোফোনে জানান ভুক্তভোগী। পরে পুলিশ গিয়ে বাবুকে আটক করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

নির্যাতনের শিকার ওই নারী জানান, 'সকালে হঠাৎ মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে ডিবি পরিচয়ে তল্লাশি শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠিপেটা করে। এসময় আমার বাবাকেও নির্যাতন করে তারা। তাদের এমন আচরণ দেখে সন্দেহ হলে মোবাইল ফোনে থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে বাবু নামে একজনকে আটক করে।'

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ডিবি পরিচয়ে এক নারীর বাড়ি তল্লাশি ও নির্যাতনের খবরে এক যুবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :