বগুড়ায় কলেজশিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩১
অ- অ+

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাহজালাল তালুকদার পারভেজ নামে (৪২) এক কলেজশিক্ষককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শাবরুল মাথাইলচাপড় এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার শাজাহানপুর উপজেলায় ওই কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সাবরুলের মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারভেজ ওই এলাকার মনসুর তালুকদারের ছেলে। তিনি বগুড়া সদরের ফাপোর ইউনিয়নের কৈচড় বিএমটি কলেজের মানবসম্পদ বিষয়ের প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৈচড় বিএমটি কলেজের জনপ্রিয় শিক্ষক ছিলেন পারভেজ। দুপুরে উপজেলার মাথাইল চাপড় এলাকা থেকে মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ও কারা এতে জড়িত তা দ্রুত উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা