জেলার: বুড়ো হাড়ে এ কী ভেলকি দেখালেন রজনীকান্ত!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯

ভারতের দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা হিসেবে থেকে গেল ‘জেলার’। ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান টুইটারে সিনেমাটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ খতিয়ান দিয়েছেন। সিনেমাটি যেদিন মুক্তি পেয়েছে অর্থাৎ ১০ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত।

সেই খতিয়ান থেকে জানা যাচ্ছে, ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সবসময়ের এক নম্বর তামিল সিনেমার তকমা পেয়েছে রজনীকান্তের ‘জেলার’। একই সঙ্গে এটাই দ্বিতীয় তামিল সিনেমা, যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পার করেছে। এক কথায় বলতে গেলে, রজনীকান্তের জেলার যেন সব অর্থেই অপ্রতিরোধ্য।

জেলারের বক্স অফিস রেকর

মনোবল বিজয়াবালান তার টুইটে লেখেন, ‘জেলার দ্য রেকর্ড মেকার। সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ ৬০০ কোটির লিস্টে এন্ট্রি নিল। তামিল নাড়ুর সবসময়ের এক নম্বর মুভি হলো এটা। তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলোতেও এটি এক নম্বর সিনেমা। এমনকি কেরালেও। এটা ভারতের তৃতীয় এবং একমাত্র তামিল সিনেমা, যা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ৫০ কোটির বেশি আয় করেছে।’

গত রবিবার ‘জেলার’ বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ে। এটাই দ্বিতীয় তামিল সিনেমা, যা এত দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরোল। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্তেরই আরেক সিনেমা ‘টু পয়েন্ট জিরো’ এই রেকর্ড গড়ে। সেখানে ভিলেন চরিত্রে ছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :