ভূমিহীনদের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে খাসজমি বিতরণের দাবি

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৯
অ- অ+

দরিদ্র ভূমিহীনদের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে তাদের মধ্যে খাসজমিগুলো দ্রুত বিতরণসহ ১০ দফা দাবিতে খুলনায় দিনব্যাপী ভূমি অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর আভা সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, বিএমএ খুলনার সভাপতি অধ্যাপক ডা. বাহারুল আলম এবং বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৫ আসনে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। এ সময় খাসজমি ও ভূমিহীনদের অধিকার শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ার হোসেন ও সহযোগী অধ্যাপক সঞ্জয় চন্দ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহার হোসেন খান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক হাসনা হেনা।

ভূমি অধিকার এই সম্মেলনে খুলনা ও সাতক্ষীরা বিভিন্ন উপজেলা থেকে ভূমিহীনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ভূমিহীনদের ভূমিপ্রাপ্তি নিশ্চিত করতে ১০ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা