৫৫ কেজি স্বর্ণ চুরির মামলা ডিবিতে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৪
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউজের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে বিমানবন্দর থানা থেকে মামলাটি গোয়েন্দা উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ বলছে, স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমসের কয়েকজন কর্মকর্তাকে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন।

ডিসি মো. আকরাম বলেন, ‘মামলাটি অধিক তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।’

গত শনিবার কাস্টমস গুদাম থেকে প্রথম স্বর্ণ চুরির বিষয়টি নজরে আসে। এরপর রবিবার রাতে বিমানবন্দর থানায় মামলা হয়। সংস্থাটির সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন মামলার বাদী হয়েছেন। মামলায় ৫৫.৫১ কেজি স্বর্ণ হারানোর কথা বলা রয়েছে।

এর আগে ২০১৯ সালে বেনাপোল কাস্টমস হাউজের গুদাম থেকে ২০ কেজি স্বর্ণ চুরির ঘটনা ঘটে, যাতে কাস্টমসের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসে।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা