একই স্কুলের ছাত্র শাকিব খানের দুই ছেলে! দেখা হবে? কথা?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৪| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩
অ- অ+

বছর চারেক আগে বড় ছেলে আব্রাম খান জয়কে বসুন্ধরা আবাসিকের ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে সে স্কুলটির বড় শ্রেণিতে অধ্যয়নরত। এবার ওই একই স্কুলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও ভর্তি করলেন কিং খান।

বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে ছোট ছেলে বীরকে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন ঢালিউড সুপারস্টার। এদিন সকাল সকাল বাবা শাকিব খান ও মা বুবলীর হাত ধরে ওই স্কুলের পথে রওনা হয় বীর। সেই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন বুবলী নিজেই।

ছবিগুলোতে দেখা যায়, ম্যাচিং করে সাদা ড্রেস পরেছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলে প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’

ভক্তদের কাছে দোয়া চেয়ে বুবলী আরও লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

এখন প্রশ্ন হলো, দুই ভাই জয় আর বীর যেহেতু একই স্কুলে ছাত্র, তাদের কি কখনো দেখা হবে? উত্তর হলো, নিশ্চয়ই হতে পারে। যদি দেখা হয়, দুই ভাই কি একে অপরের সঙ্গে কথা বলবে? সে উত্তর আপাতত অজানা।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা