চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ সংশোধনের জন্য ভুক্তভোগী শ্রমিকদের মানববন্ধন
পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্সের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার সুযোগ প্রদান করাসহ একাধিক দাবিতে চুয়াডাঙ্গা জেলার চালক ও শ্রমিকরা মানববন্ধন করেছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ সংশোধন, ড্রাইভিং লাইসেন্সের নথিপত্র ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর, শ্রেণি সংযোজন ড্রাইভিং লাইসেন্সের বারকোডে লার্নার এর পরীক্ষার দিন ফিঙ্গারের সময় পূর্বের ড্রাইভিং লাইসেন্স সংযোজন করে ছবি তোলার ব্যবস্থা উল্লেখযোগ্য।
মানববন্ধনে চুয়াডাঙ্গা জেলার ভুক্তভোগী পেশাদার চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন- চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ৩০ বছর আগে যিনি চালক হিসেবে লাইসেন্স পেয়েছিলেন তার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল নেই। তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। এ কারণেই আগের লাইসেন্সের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের গরমিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনুযায়ী এসব লাইসেন্স দ্রুত নবায়ন করতে হবে। তা না হলে প্রয়োজনে আরো বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
(ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)