নাটোরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৫

নাটোরের সিংড়া উপজেলায় পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মমিন (২১) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে উপজেলার কালিগঞ্জ সড়কের নিমাকদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন ছোট চৌগ্রামের রাজ মিস্ত্রি আব্দুল লতিফের ছেলে। তিনি স্থানীয় বাজারের ইলেকট্রনিক্স মেকার বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার বিকালে আব্দুল মমিন পাশের একডালা গ্রামে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফেরার পথে বিপরীত গামী একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :