মাদারীপুরে ‘রুটিপড়া’ দেওয়া সেই কবিরাজ গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৫
অ- অ+

মাদারীপুরের কালকিনি উপজেলায় ‘রুটিপড়া’ খেয়ে ব্যবসায়ীর গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় কথিত সেই কবিরাজ ইস্রাফিল শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুরের নিশ্চিন্তপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইস্রাফির মৃত রাজ্জাক শেখের ছেলে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ কথা জানান।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। পরে রবিবার সকালে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে আয়োজন করা হয় রুটিপড়া খাওয়ার। উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে কথিত কবিরাজের দেওয়া একটি করে রুটিপড়া খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে চেতনানাশক মিশিয়ে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়। পরে গুরুতর অবস্থায় নাজমুলকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এই ঘটনায় ব্যবসায়ীর বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে কালকিনি থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, দীর্ঘ দিন ধরে ইস্রাফিল মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশালসহ আশপাশের কয়েকটি জেলায় কবিরাজী করার মাধ্যমে প্রতারণা করে আসছে। এর বিরুদ্ধে একটি প্রতারণার মামলাও রয়েছে। তার বাবার সূত্রে তিনি কবিরাজীর সঙ্গে জড়িত। বিভিন্ন সূরা কেরাত পড়ে ফুঁ দিয়ে প্রতারণা করেন বলে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে আইনের মুখোমুখি করা হচ্ছে।

(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা