মেহেন্দিগঞ্জে গাঁজাসহ তিনজন আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকালে মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জাকির খন্দকার, ফারুক মল্লিক ও মো. আজিজ।
ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানবীর আহমেদ আটককৃতদের ৩ মাসের সাজা দেন।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পারিজাত লঞ্চে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। লঞ্চটি দুপুরে মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে বরিশাল যাওয়ার সময় মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমারঘাট এলাকায় লঞ্চটি ঘাট দেন। ঘাট দেওয়া পরে লঞ্চটি থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে।
(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন