চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৪র্থ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লিজা খাতুন (১১) ছত্রাজিতপুর ইউনিয়নের খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং নাঈমা খাতুন (১১) বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে। ডুবে যাওয়ার পরপরই লিজাকে উদ্ধার করেন স্থানীয়রা। এর প্রায় ৮ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরিদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে অপর শিক্ষার্থী নাঈমাকে উদ্ধার করেন।
ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, সকাল এগারোটার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাডুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী জানান, লিজাকে উদ্ধারের পর নিখোঁজ নাঈমা খাতুনকে সন্ধ্যায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, অভিযোগ না থাকায় উভয় পরিবারের কাছে দুই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

নোয়াখালীর ৬টি আসনে স্বামী-স্ত্রীসহ ৫৫ জনের মনোনয়ন জমা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে

রংপুরে ৬টি আসনে ৪৯ জনের মনোনয়ন দাখিল

কুষ্টিয়ায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নওগাঁ-১: আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন খাদ্যমন্ত্রী

নড়াইল-১ ও ২ আসন: মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন

নেত্রকোণায় পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাজীপুর-৫: বর্তমান এমপির সাথে লড়বেন সাবেক এমপি

কুয়াকাটায় নানা অব্যবস্থাপনা, ভোগান্তিতে দর্শনার্থীরা
