চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৪| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৪র্থ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে লিজা খাতুন (১১) ছত্রাজিতপুর ইউনিয়নের খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং নাঈমা খাতুন (১১) বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে। ডুবে যাওয়ার পরপরই লিজাকে উদ্ধার করেন স্থানীয়রা। এর প্রায় ৮ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরিদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে অপর শিক্ষার্থী নাঈমাকে উদ্ধার করেন।

ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, সকাল এগারোটার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাডুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী জানান, লিজাকে উদ্ধারের পর নিখোঁজ নাঈমা খাতুনকে সন্ধ্যায় উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, অভিযোগ না থাকায় উভয় পরিবারের কাছে দুই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা