বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ১৬

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৩| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪
অ- অ+

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম উলামার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। এসময় ১৬ নেতাকর্মীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে দিনাজপুর-বিরামপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আব্দুল কাইয়্যুম ও জেলা সেক্রেটারি সাজেদুর রহমান সাজু প্রমুখ।

মিছিল শেষে বিরামপুর থানা পুলিশ ১৬ জন জামায়াত শিবিরের নেতা-কর্মীদের আটক করে।

আটককৃতরা হলেন- বিরামপুরর উপজেলার খিয়ারমামুদপুর গ্রামের কায়েম উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০), শ্যামনগরের আমিরুল ইসলামের ছেলে মোজাফফর হোসেন (৭৩), মাধুপুরের তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), মুকুন্দপুর গ্রামের আবদুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০), একই গ্রামের মফতুল্লাহ মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫৫), বুজরুক গঙ্গাপুরের কফিল উদ্দিন মণ্ডলের ছেলে আবদুল মান্নান (৬৫), আবু তালেবের ছেলে আককাস আলী (৩২), জোতমাধব গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামিল হোসেন (৩৫), পূর্ব জগন্নাথপুরের উদ্দিনের ছেলে উদ্দিন আহমেদ (৫৫), শহরের কলেজ পাড়ার তাছের উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫), পৌরশহরের চাঁদপুর মহল্লার দরবেশ মিয়ার ছেলে তোতা মিয়া (৬৭), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্ধা গ্রামের শওকত আলীর ছেলে নাঈম ইসলাম (১৮), সাজ্জাদুর রহমান (০০)

পার্বতীপুরর উপজেলার লালবিলাশ গ্রামের গফুর উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৩৭), তাজনগর কাজিপাড়ার মনজের আলীর ছেলে হাবিবুর রহমান (১৮) ও ফুলবাড়ি উপজেলার শ্রীহরিপুর গ্রামের ইব্রাহীম সরকারের ছেলে ইসমাইল হোসেন (৪০)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, জামায়াতের মিছিল শেষে ইট,পাথর, লাঠি নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো এমন সময় আমরা জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে নাশকতা মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?
সাতক্ষীরা আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু গ্রেপ্তার
জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে ভারতীয় পণ্য, আঙুল ফুলে কলা গাছ লাইন বাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা