বিচারব্যবস্থাকে সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এই সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। মানুষের আজকে বিচার পাওয়ার অধিকার নেই। শুক্রবার বিকালে রাজধানীর পুরান পল্টন মোড়ে 'বিশ্ব গণতন্ত্র দিবস' উপলক্ষ্যে এক গণসমাবেশে নেতারা এসব কথা বলেন। গণসমাবেশ শেষে গণমিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভা পরিচালনা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
এতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু এবং গণতন্ত্র মঞ্চ-র অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না অধিকার এর সভাপতি আদিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সাজা প্রসঙ্গে উল্লেখ করে বলেন, এদেশে কোন কথা বলার স্বাধীনতা নেই। ৫২ বছর পরও আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সারা পৃথিবীতে আজকে গণতন্ত্র দিবস পালিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আইসিইউতে চলে গেছে। ভোটাধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার এদেশের মানুষ হারিয়ে ফেলেছে। দেশকে রক্ষা করতে হলে এই সরকার ক্ষমতা থেকে হঠানো ছাড়া বাংলাদেশের সামনে আর কোন ভবিষ্যত নেই।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা সরকার পরিবর্তনের সাথে সাথে ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চায়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এই সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। মানুষের আজকে বিচার পাওয়ার অধিকার নেই।
জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে হঠানোর জন্য যে যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে এই আন্দোলনের চুড়ান্ত পরিণতি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, আজকে ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি

মন্তব্য করুন