কক্সবাজারে মহাবিপন্ন বনরুই উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৩| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৮
অ- অ+

কক্সবাজারের সৈকত তীর থেকে একটি মহাবিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের সমিতিপাড়া এলাকা থেকে অতিবিরল প্রজাতির প্রাণিটি উদ্ধার করে বনবিভাগে নিয়ে যান ফয়সাল নামের এক যুবক।

বিষয়টি নিশ্চিত করেছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) জেলা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, প্রথমে ফয়সাল বনরুইটি দেখতে পান। তিনি এটি ধরার চেষ্টা করেন। সিপিজি ও ব্লুগার্ড কর্মীরা ফয়সালের কাছ থেকে বনরুইটি উদ্ধার করে। পরে এটি কক্সবাজার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগ বনরুইটি হিমছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ে অবমুক্ত করবে।

তিনি আরও বলেন, বনরুইটি হিমছড়ি পাহাড় থেকে গভীর রাতে সামুদ্রিক মাছ খেতে সাগরে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে এটি সাগরে ভেসে এসে সমিতি পাড়া সৈকতে এসে থাকতে পারে।

জানা যায়, বনরুই একটি আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণি। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণির শরীর শক্ত আঁইশে আবৃত নয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী বিপন্ন প্রাণি।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা