ডামুড্যায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ডামুড্যায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে রবিবার ডামুড্যা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পর্যায়েও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসন তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র আয়োজন করে। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল অফিস ও প্রতিষ্ঠান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবে। মেলায় নিজ নিজ প্রতিষ্ঠান জনগণকে প্রদেয় সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়। মেলায় যাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, সে জন্য উপজেলা কমিটি মেলাকে আকর্ষণীয়, উপভোগ্য করার কাজ করে যাচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাঠপর্যায়ের অফিসগুলোকে স্থানীয় পর্যায়ের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটিকে সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক।

আর পড়ুন: গোপালগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডামুড্যার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম (রাজা) ছৈয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার প্রমুখ।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :