মা হারানোর তিন বছর: মনের কষ্ট ফেসবুকে জানালেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১
অ- অ+

তিন বছর আগে মা শেফালি বিশ্বাসকে হারিয়েছেন দেশের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দিনটি ছিল ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর। সেই হিসাবে আজ অভিনেত্রীর মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী।

২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেয়ার মাধ্যমে মা হন অপু বিশ্বাস। তাই এই মাসটি তার কাছে আনন্দের। কিন্তু ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মায়ের মৃত্যুর পর থেকে মাসটি অপুর জন্য একইসঙ্গে বেদনাদায়কও হয়ে যায়।

তাই তো মা শেফালি বিশ্বাসের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিন দুপুরে নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।

পোস্টে নায়িকা লিখেছেন, ‘দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না। তবে তুমি যে অনেক কিছু জানো না,তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি।’

‘জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল। কারণ এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি ,আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু?’

‘সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি! আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মায়েদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো। আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।’

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাস মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।

এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
সংসদ সদস্য হয়ে যা করতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা