শমসের ও তৈমূরকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানালেন অন্তরা হুদা

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী এবং বহিষ্কৃত তৈমুর আলম খন্দকারকে স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন শমসের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দীন আল আজাদ, তরিকত ফেডারেশন সাবেক মহাসচিব (বহিষ্কৃত) এমএ আউয়াল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্যে অন্তরা সেলিমা হুদা বলেন, ‘তৃণমূল বিএনপি আমার পিতা নাজমুল হুদার স্বপ্ন ছিল। ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার তিনদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার পিতা বিএনপির মন্ত্রিসভায় থাকা অবস্থায়ই কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন। সেদিন যদি সেই ফর্মুলাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে পড়ত না।’
তিনি বলেন, ‘আমার বাবা নিজে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার ভিতরে ছিল দেশপ্রেম। আমি তার কন্যা হিসেবে গর্ববোধ করি।’
শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্বে এ দল আরও গতিশীল হবে। তাদের এ যোগদান তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত পিতার দেশ গড়ার স্বপ্ন আরও এগিয়ে যাবে।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেবি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

নির্বাচনে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি নানকের

নির্বাচনি ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চেয়ে আ.লীগের বিজ্ঞপ্তি

পদত্যাগ করুন, নয়ত জনগণ আপনাদের স্যাংশন দেবে: সরকারকে টুকু

প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদেরকে রাস্তায় নামতেই হবে: দুদু

ভিসা নীতি নিয়ে আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

পরিবারের পছন্দমতো খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়ার দাবি জামায়াতের

এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের মতবিনিময় সভা

ভোটচুরিতে জড়িতদের নাম তালিকাভুক্ত করুন, প্রকাশ করব: বিএনপি নেতাকর্মীদের আমীর খসরু
