প্রতারণা মামলায় গ্রেপ্তার নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৭| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৫
অ- অ+

তৃতীয় স্ত্রীর করা প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে।

সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে দুইবার একই মামলায় সমন জারি করলেও আদালতে উপস্থিত হননি হাবিব।

এদিকে নির্বাহী প্রকৌশলীর তৃতীয় স্ত্রী ডাক্তার সুমনার অভিযোগ, আগে আহসান হাবিব একাধিক বিয়ে করলেও সে বিষয় গোপন করে প্রতারণামূলকভাবে তাকে বিয়ে করেন। স্ত্রী এবং ১৪ মাসের কন্যা সন্তানের স্বীকৃতিও দেননি হাবিব। এছাড়াও বিভিন্ন সময় আহসান হাবীব তার বাসায় লোকজন পাঠিয়ে হত্যা ও গুমের হুমকিও দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী চিকিৎসক, যা নিয়ে তিনি সম্প্রতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) একটি সংবাদ সম্মেলন করেন।

আরও পড়ুন>> জনস্বাস্থ্য প্রকৌশলীর ‘বহুবিবাহ’: স্বীকৃতি চেয়ে চিকিৎসক স্ত্রীর সংবাদ সম্মেলন

এ বিষয়ে সুধারাম থানার ওসি নীর জাহিদুল হক রনি বলেন, ‘ঢাকার কোর্টের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আহসান হাবিবের কর্মস্থল নোয়াখালীর ঠিকানায় দেওয়ায় তাকে আমাদের থানায় পাঠিয়ে দেওয়া হয়।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা