হলুদ কার্ড দেখলেন নেইমার, পয়েন্ট খোয়ালো আল হিলাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৩

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নিজের অভিষেকে হলুদ কার্ড দেখেছেন আল হিলালের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। আর এই ম্যাচে জিততে পারেনি তার ক্লাব। উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে সৌদি ক্লাব আল হিলাল।

কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে একক আধিপত্য বিস্তার করেছে আল হিলাল। পুরো ম্যাচের ৭৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন নেইমাররা। আর প্রতিপক্ষে গোলবার বরাবর মোট শট নিয়েছে ছয়টি। এতে গোল এসেছে মাত্র একটি।

অন্যদিকে পুরো ম্যাচে কেবল ২৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে সক্ষম হয়েছে নাভবাহোর নামানগানের ফুটবলাররা। আর আল হিলালের গোলবার বরাবর মোট শট নিয়েছে মাত্র দুটি। এতে একটি মাত্র গোল পেয়েছে দলটি।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আল হিলাল। কিন্তু প্রথমার্ধে আসেনি কোনো গোল। ফলে গোলশূন্য ব্যবধানেই বিরতিতে গিয়েছে দুদল।

আর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে সৌদিয়ান ক্লাবটি। দলের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ। গোল হজমের তিন মিনিট পর সহজ সুযোগ মিস করে আল হিলাল।

এরপরও নেইমারের ওপর ভরসা করছিলেন সমর্থকরা। কিন্তু নেইমার গোল তো করতে পারেননি, উল্টো ম্যাচের ৬০তম মিনিটে হলুদ কার্ড দেখেন। এভাবেই শেষ হচ্ছিল ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটেও সমতায় ফিরতে পারেনি আল হিলাল। তবে হারতে হয়নি নেইমারদের। যোগ করা সময়ের দশম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আলী আলবুলাহি। ম্যাচটি শেষ হয় ১-১ গোল ব্যবধানে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

গুয়াহাটি থেকে ধর্মশালায় গেল বাংলাদেশ দল, আহমেদাবাদে সাকিব

সাবেক ভারতীয় ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান

নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে পাকিস্তান: নাসের হোসাইন

এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান!

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

মাহমুদউল্লাহর ‘সেকেন্ড হোম’ ভারত, কোনো ‘মন্তব্য’ নেই সাকিবের

রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

বাটলারের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় নেই বিরাট কোহলি

হারলেও ইংল্যান্ড ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে: নাজমুল শান্ত

সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :