সাংবাদিক নাদিম হত্যা: হাইকোর্টে জামিন পেলেন প্রধান আসামি চেয়ারম্যান বাবু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এ জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ছয় আসামির জামিন গত ২৭ আগস্ট নামঞ্জুর করেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

চলতি বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আদালতে ‘আমুর আইনজীবী’কে মারধরের ঘটনা সাজানো: পাবলিক প্রসিকিউটর

আদালতে হট্টগোল, আইনজীবীকে মারধর, ‘এই পরিবেশ’ নিয়ে যা বললেন আমু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের রিভিউ শুনবেন আপিল বিভাগ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমুর ১০ দিনের রিমান্ড আবেদন

`ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, ফেসবুক প্রোফাইলও লাল করেছিলাম’, আদালতকে তাপস-শমী কায়সার

শমী কায়সার ও গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে

‘লুঙ্গি খুলে মেয়েদের দিয়ে জড়িয়ে ধরানো হয়’, ডিবির রিমান্ডের লোমহর্ষক বর্ণনা মাদানীর

সব মামলায় খালাস ‘শিশুবক্তা’ মাদানী

এই বিভাগের সব খবর

শিরোনাম :