‘কেজিএফ ২’ আর ‘গদর ২’কে টপকে নয়া রেকর্ড গড়ল ‘জওয়ান’

বক্স অফিসে ‘জওয়ান’-এর এবার একের পর এক রেকর্ড ভাঙার পালা। ১৩ দিনেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলল শাহরুখ খানের এই সিনেমা। এবার শুরু সেরার মুকুট মাথায় পরার পালা।
sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট বলছে, মঙ্গলবার ‘জওয়ান’-এর আয় হিন্দি, তামিল আর তেলুগু মিলিয়ে ১৪ কোটি রুপি। সোমবারেও তা ছিল ১৬.২৫ কোটি রুপি। যদিও কাজের দিনে তাও আবার দ্বিতীয় সপ্তাহে এসে ১৪ কোটি নেহাত খারাপ অঙ্ক নয়।
‘জওয়ান’-এর বক্স অফিস কালেকশন
১৩ দিনে ভারতের বাজার থেকে ‘জওয়ান’-এর মোট আয় ৫০৭.৮৮ কোটি। সিনেমাটি সোমবারই টপকে গেছে ইয়াশের ‘কেজিএফ ২’-কে। যা নিয়ে একটি টুইট করেছিলেন ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, ‘কেজিএফ২-কে টপকে গেল। এবার ‘বাহুবলী ২’-এর পালা।
১৩ দিনে ৫০০ কোটির ঘরে ঢোকার এই রেকর্ডে খুশি ‘জওয়ান’ অনুরাগীরা। এর আগে ৫০০ কোটি কামাতে সানি দেওলের ‘গদর ২’-এর লেগেছিল ২৪ দিন। শাহরুখের ‘পাঠান’-এর লেগেছিল ২৮ দিন। সেখানে ‘জওয়ান’ তার প্রায় অর্ধেক সময়ে ঢুকে গেল ৫০০ কোটিতে।
ফিল্ম বিশ্লেষকরা বলছেন, আরও এক-দুই সপ্তাহ বক্স অফিসে আরামসে রাজত্ব চলবে জওয়ানের। বিশ্বব্যপী আয় ইতোমধ্যে ৯০০ কোটি রুপির কাছাকাছি।
চলতি বছরের শুরুতে শাহরুখ খানের ‘পাঠান’ই ছিল প্রথম হিন্দি সিনেমা, যা ১০০০ কোটি রুপি সংগ্রহ করে। এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। তবে শাহরুখ নিজেই নিজেকে টপকে যাবেন বলে বলছেন ট্রেড অ্যানালিস্টরা।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমার। এই পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করলেন শাহরুখ খান। সিনেমার প্রযোজক কিং খানের স্ত্রী গৌরী খান। এখানে শাহরুখের নায়িকা নয়নতারা। ভিলেন চরিত্রে আছেন বিজয় সেতুপতি।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন