সংকট মোকাবিলায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে শেখ হাসিনার পাঁচ প্রস্তাব

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:২১
অ- অ+

বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে। সঙ্কট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের ফাঁকে ‘টুওয়ার্ডস আ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি তার প্রস্তাবগুলো তুলে ধরেন।

বৈঠকে শেখ হাসিনা আন্তর্জাতিক সরকারি অর্থায়ন ব্যয়বহুল ও নাগালের বাইরে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা ঋণের সংকট এড়াতে উচ্চ সুদের হারের ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করি। বাংলাদেশ কখনোই ঋণ পরিশোধে খেলাপি হয়নি এবং আমরা আশা করি এই রেকর্ড বজায় থাকবে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈশ্বিক ক্রেডিট রেটিং সিস্টেম অবশ্যই পর্যালোচনা করা উচিৎ বক্তব্যের বিষয়ে একমত পোষণ করে তিনি বলেন, বর্তমান রেটিং সিস্টেম অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য তহবিলের প্রাপ্যতাকে আরও সীমাবদ্ধ করে। ভোটাধিকার, কোটা, এমডিবি এবং আইএফআইয়ে প্রতিনিধিত্বের সীমাবদ্ধতাও তাদের দর কষাকষির ক্ষমতাকে হ্রাস করে।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর জন্য অন্তর্ভুক্তিমূলক এবং গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো দেশগুলোর উন্নয়নের বিবরণ প্রমাণ করে যে, আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি। সময় এসেছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আমাদের প্রত্যাশার প্রতি সাড়া দেওয়ার।

সুদৃঢ় সামষ্টিক-অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশকে দীর্ঘদিন ধরে কৃতিত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতি চাপের মধ্যে ছিল। তবে মহামারির ঠিক আগে আমাদের অর্থনীতি ৮ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বাংলাদেশ এখনো ৬-৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে জানিয়ে তিনি বলেন, আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, পেমেন্টের ভারসাম্য পরিচালনা এবং আমাদের উন্নয়ন ব্যয় বজায় রাখার চেষ্টা করছি। আমাদের আর্থিক ও নীতির জায়গাতে স্পষ্ট চাপ রয়েছে”।

তাঁর সরকার দেশে দারিদ্র্যের মাত্রা ৪১ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ১৮ দশমিক ৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের মাত্রা ২৫ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছে বলে বৈঠকে জানান।

‘আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কারের প্রকৃতি ও ব্যাপ্তি নিয়ে সমঝোতার অভাব রয়ে গেছে। রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ।’

গোলটেবিল বৈঠকে শেখ হাসিনা আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে ৫ দফা প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো—

এক. এমডিবি (বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকসমূহ), আইএফআই (আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ) ও বেসরকারি ঋণদাতা সংস্থাগুলোকে অবশ্যই তাদের অগ্রাধিকার পুনরায় একত্রিত করতে হবে এবং এসডিজি বাস্তবায়ন ও জলবায়ু পদক্ষেপের জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহ করতে হবে।

দুই. উন্নয়নশীল দেশগুলোর জন্য কম খরচে, ছাড়ের হারে এবং বিশেষত উচ্চ পরিমাণে অনুদানে তহবিল উপলব্ধ করা দরকার।

তিন. সমস্ত ঋণপ্রদানকারী উপকরণের দুর্যোগের ধারা থাকা উচিৎ, যাতে ঝুঁকিপূর্ণ দেশগুলো সংকটের সময় ধাক্কা মোকাবিলা করতে পারে।

চার. ঋণদাতাদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতার ভিত্তিতে ন্যায্য ও কার্যকর ঋণ ত্রাণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে।

পাঁচ. কোটার পরিবর্তে এসডিআর (স্পেশাল ড্রইং রাইটস) ঋণসীমা প্রয়োজন এবং দুর্বলতার ওপর ভিত্তি করে হওয়া উচিৎ, যা হবে সহজ ঋণ প্রক্রিয়া দ্বারা সমর্থিত।

এই সভা আহ্বান করায় শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতিকে ধন্যবাদ জানান।

এ সময় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক অ্যামবেসেডর সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা