বরিশালে হাতুড়িপেটায় যুবদল নেতার হাত-পা ভাঙার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বরিশাল জেলার গৌরনদী পৌরসভা যুবদলের আহ্বায়ককে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার স্থানীয় গয়নাঘাট কাঁচাবাজারে তিনি হামলার শিকার হন।
গৌরনদী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিক মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. বাচ্চু সিকদার।
আহত যুবদল নেতা মো. বাচ্চু সিকদারের স্ত্রী খাদিজা খানম বলেছেন, তিন-চার মাস আগেও একবার হামলা করে তাঁর স্বামীর একটি পা ভেঙে দিয়েছিলেন যুবলীগ-ছাত্রলীগের লোকজন।
তবে পুলিশ বলছে, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। ভুক্তভোগী যুবদল নেতা হলেন আহ্বায়ক মো. বাচ্চু সিকদার (৪২)। পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. বাচ্চু সিকদার অভিযোগ করে বলেন, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় গয়নাঘাট কাঁচাবাজারে পৌঁছালে গৌরনদী পৌরসভা যুবলীগের ১০-১২ জন নেতাকর্মী লাঠিসোটা, হাতুড়ি, হকিস্টিক ও জিআই পাইপ নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় জিআই পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার হাত-পা ভেঙে ও গোটা শরীর থেঁতলে দেয়।
বরিশালের একটি হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক বাবুল সাহা বলেছেন, বাচ্চু সিকদারের দুই পায়ের দুটি স্থান ও বাঁ হাতের দুটি স্থান ভেঙে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গৌরনদী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিক মিয়া বলেন, ‘হামলার সঙ্গে আমার বা যুবলীগের কারও কোনো সম্পৃক্ততা নেই। আমার ও যুবলীগের বিরুদ্ধে যুবদল নেতা মিথ্যাচার করছেন।’
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন