বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ গড়াল ৪২ ওভারে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭

বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির খেলা। বৃষ্টি যদিও থেমেছে, তবে এখন চলছে মাঠ প্রস্তুতের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ফের খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।

এও জানানো হয়েছে, বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় ম্যাচটি আর ৫০ ওভারে হচ্ছে না। ৮ ওভার কমিয়ে বিকাল সাড়ে ৪টা থেকে খেলা হবে ৪২ ওভারের।

এর আগে বৃহস্পতিবার টসে জিতে সফরকারী নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হয় দুপুর ২টায়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নিউজিল্যান্ডের পক্ষে ওপেন করতে নামেন উইল ইয়ং ও ফিন অ্যালেন।

তবে ৪ ওভার ৩ বল খেলা হওয়ার পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুই দলের খেলোয়াড়রা দৌড়ে চলে যান ড্রেসিং রুমে। মাঠকর্মীরা ঢেকে ফেলেন মাঠ। খেলা বন্ধ হওয়া পর্যন্ত ৪ ওভার ৩ বল থেকে বিনা উইকেটে ৯ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড।

বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে ফিরেছেন তিন তারকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। তারা কেউই সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ছিলেন না টাইগার শিবিরে। এছাড়া বোলিং আক্রমণেও বেশ কয়েকটি বদল এনেছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :