চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ইতিবাচক ব্যাট করছিলেন দুই তামিম। কিন্তু জুনিয়র তামিম আউট হওয়ার পর দ্রুত সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এবার আউট হলেন হৃদয়ও। তাতেই চাপে পড়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭০ রান।
এখন ৩৯ রানে তামিম ইকবাল ও শূন্য রানে মাহমুদউল্লাহ ব্যাট করছেন।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলনেতা লকি ফার্গুসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। শূন্যরানে ফেরেন কিউই ওপেনার উইল ইয়াং। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ফিন অ্যালেনও। তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। দুই ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
অভিষিক্ত খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১৪ রান করেন চাদ বোয়েস। শুরুর চাপ সামলে নেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৬১ বলে ৪৯ রানে ফেরেন নিকোলস। পরের উইকেটে খেলতে নেমে ১০ রান করেন রাচিন রবীন্দ্রো।
এদিকে ফিফটি পূরণের পর ৬৮ রানে থামেন টম ব্লান্ডেল। মাত্র ৬৬ বলে খেলা তার এই ইনিংসটি একটি ছয় ও ছয়টি চারে সাজানো। আউট হওয়ার আগে ২০ রান করেন কোলে ম্যাকেঞ্জি। কাইল জেমিসনও করেন ২০ রান। শেষদিকে ৩৯ বলে ৩৫ রানের ইনিংসটি খেলেন ইশ সোধি। ১ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

অধিনায়ক হিসেবে অভিষেকেই শান্তর সেঞ্চুরি, বাংলাদেশের লিড ২০৫

টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করে ইতিহাস শান্তর

ইতিহাস গড়ে বিশ্বকাপে জায়গা করে নিল উগান্ডা, বাদ জিম্বাবুয়ে

কিউইদের বিপক্ষে লিড ১৫০ ছাড়িয়েছে বাংলাদেশের

বাফুফে লিগ কমিটি থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ, নতুন দায়িত্বে যিনি

মুমিনুল-শান্ত জুটিতে ১০৪ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

এগিয়ে থেকেও ড্র করে খাদের কিনারায় ম্যানচেস্টার ইউনাইটেড

১২ রানের লিড নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ
