এবার যুবলীগের সভা সঞ্চালনা করলেন নাদিম হত্যা মামলার আসামি

এবার যুবলীগের প্রস্তুতিমূলক সভা সঞ্চালনা করেছেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি শামীম খন্দকার। শুধু শামীম খন্দকার নয়, যুবলীগের প্রস্তুতিমূলক সভায় অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার ৮ নাম্বার আসামি ইসমাঈল হোসেন স্বপন মন্ডল।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বকশিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্য সংগ্রহ ও প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা যুবলীগ।
সেই সভার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে নিন্দার ঝড়। একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হয়ে জামিনে এসে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করাকে ভালোভাবে দেখছে না জেলার সুধী সমাজসহ সকল স্তরের জনসাধারণ। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে মনে করছেন অনেকে।
উপজেলা যুবলীগের সদস্য শামীম খন্দকার বকশিগঞ্জের উত্তর বাজার এলাকার মৃত ফরহাদ হোসেন ফক্কার সন্তান এবং সাংবাদিক নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নাম্বার আসামি। সাংবাদিক নাদিমের ওপর হামলার স্থান থেকে শামীম খন্দকারের বাড়ি মাত্র ৩০-৪০ গজ দূরে। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে এসেছেন।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, আমার বাবার হত্যা মামলার আসামিরা একে একে জামিনে এসে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এতে দিন দিন আরো প্রভাবশালী হচ্ছে। এতে আমরা ভীতির মধ্যে আছি। আর তারা এসে কার সাথে রাজনীতি করছে এটি দেখলেই বোঝা যায় যে তারা কার কথায় চলে আর আমার বাবার হত্যার পেছনে কারা ছিলো।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক রাজন্য রুহানি বলেন, একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি জামিনে এসে এভাবে দলীয় কাজে অংশগ্রহণ করলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। এই বিষয়টি দুঃখজনক।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত শামীম খন্দকারকে মোবাইল ফোন করা হলে। তিনি বলেন, আমি একজন দক্ষ সংগঠক, উচ্চ শিক্ষিত। আমার বিরুদ্ধে লেখার আগে একটু ভেবে চিন্তে লিখতে হবে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যতক্ষন পর্যন্ত আমি দোষী প্রমানিত না হবো ততক্ষন পর্যন্ত আমাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে না।
(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

কিছুই নেই টিপু মুনশির স্ত্রীর, আসবাবপত্রের দাম ১০ হাজার

নোয়াখালী-৫: ব্যারিস্টার মওদুদ আহমদের পর ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী এখন ব্যারিস্টার তানভীর

চকরিয়ায় বাসচাপায় ভাই-বোনের মৃত্যু

শ্যামনগরে বস্তাভর্তি হরিণের মাংস উদ্ধার

চুয়াডাঙ্গায় সিজারের ১১ দিন পর প্রসূতির মৃত্যু

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, ৩ শতাধিক পর্যটক আটকা

খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিশেষ সভা

বেগুনের ভেতর মিলল ১৬০০ ইয়াবা

পিরোজপুরে শ্রমিকলীগ সভাপতির ইন্তেকাল
