কুষ্টিয়া প্রেস ক্লাবে বিপ্লব সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২০| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬
অ- অ+

কুষ্টিয়া প্রেস ক্লাবের (কেপিসি) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম বিপ্লব। তিনি নাগরিক টিভি, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলায় কাজ করেন।

এছাড়া ১৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল রানা। তিনি জিটিভি ও যায়যায়দিনে কাজ করেন।

২৩টি পদে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্যানেল থেকে ২৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

শনিবার কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বরে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী রাশেদুল ইসলাম বিপ্লবের নিকটতম প্রার্থী ছিলেন শৈবাল আদিত্য (দৈনিক পূর্বাভাস)। সহ-সভাপতি পদে ১৩৮ ভোট পেয়ে ১ম হন মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টেলিভিশন), ১৩৭ ভোট পেয়ে ২য় হন শেখ হাসান বেলাল (আরটিভি)।

কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেন। সেখানে সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম রিটার্নিং অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা সরওয়ার প্রিজাইডিং অফিসার ও আরও দুই কর্মকর্তাকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি নিয়মতান্ত্রিকভাবে প্রতি ২ বছর অন্তর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার নির্বাচন সম্পন্ন হয়।

ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান, চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট স্বরূপ মহুরী ও তানভীর হায়দার।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা