ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৪
অ- অ+

ফেনীর সোনাগাজীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং তার ট্রাক্টরচালক মো. রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমাম হোসেন উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাত ৮টার দিকে তাদের দুইজনকে উপজেলার কারামতিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়।

সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন জানান, ইমাম হোসেন নামে এক ব্যক্তি ও তার ট্রাক্টরচালক রিয়াদের বিরুদ্ধে থানায় এক কিশোরী ধর্ষণের মৌখিক অভিযোগ করে। ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তিনি সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে ইমাম হোসেন ও তার ট্রাক্টর চালককে আটক করে থানায় আনা হয়।

সোনাগাজী থানার ওসি মো. ইমাম হাসান বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। ওই দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা