আদমদীঘিতে বজ্রপাতে একজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪১

বগুড়ার আদমদীঘির নাগর নদ থেকে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হাফিজুল ইসলাম নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বুলবুল আহমেদ নামের আরেক যুবক।

নিহত হাফিজুল বগুড়ার কাহালু উপজেলার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। তারা একই গ্রামের বাসিন্দা।

রবিবার উপজেলা হরিণমারা গ্রামের ফসলী মাঠে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বুলবুল তার আপন খালু শ্বশুর হাফিজুলকে নিয়ে মাছ ধরতে নাগর নদে যান। দুপুরে বৃষ্টি আসায় মাছ ধরা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় তারা উপজেলার হরিণমারা-বাগিচাপাড়া গ্রামের ফসলী মাঠে পৌঁছালে বজ্রপাতে হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং বুলবুল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত বুলবুলকে উদ্ধার করে বগুড়া সদরের হেলথ সিটি হাসপাতালে ভর্তি করেন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :