নির্বাচনকে যারা বানচাল করতে চায় তাদেরকে কঠিন জবাব দিতে হবে: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২০
অ- অ+

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী নির্বাচনকে যারা বানচাল করতে চায় তাদেরকে কঠিন জবাব দিতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এ দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহউদ্দিন নাছিম বলেন, নির্বাচন এলেই বিএনপি-জামায়াত গণতান্ত্রিক নির্বাচনকে উল্টো পথে নিতে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও শুরু করে, এবার তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মো. ফজলুর রহমান ফজলু প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা