গভীর রাতে কিসের শুটিং করলেন জায়েদ খান?

শিডিউল জটিলতা, গল্পের প্রয়োজনসহ নানা কারণে কখনও তপ্ত দুপুর, কখনও কুয়াশা ভেজা ভোর আবার কখনও নিশিরাতে লাইট ক্যামেরার সামনে দাঁড়াতে হয় শোবিজ তারকাদের। এবার এমনটাই করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।
রবিবার দিবাগত রাতে ব্যক্তিগত ফেসবুক আইডিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন চিত্রনায়ক জায়েদ খান। ছবিতে দেখা যায়, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা ও জায়েদ খানের মুক্তি প্রতিক্ষিত 'সোনার চর' সিনেমার নায়িকা জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা তার সঙ্গে রয়েছেন। ছবিগুলোর
ক্যাপশনে তিনি লিখেছেন, 'রাত প্রায় ২টা, শুটিং চলছে।'
কাজের প্রতি নায়কের এমন ভালোবাসা দেখে পোস্টটির কমেন্ট বক্সে শুভকামনা জানান। আবার অনেকে জানতে চান, কিসের শুটিং করছেন নায়ক। তবে কারও কমেন্টের রিপ্লে দেননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান 'কিচেন মাস্টার' এর অতিথি হয়ে রাজধানীর ইস্কাটনের একটি স্টুডিওতে হাজির হয়েছিলেন জায়েদ খান ও স্নিগ্ধা। গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠানের একটি পর্বের শুটিং করেছেন তারা।
এদিকে, প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান ও স্নিগ্ধা অভিনীত 'সোনার চর' সিনেমাটি।
জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানীসহ অনেকেই।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএম/এসএ)

মন্তব্য করুন