সৃজিতের জন্মদিনে কোলে চড়ে বসলেন মিথিলা! স্বামীকে উপহার কী দিলেন?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৯

বিচ্ছেদ বিতর্ক ঘিরে রয়েছে তাদের। অথচ সেই কটাক্ষকে পাত্তা দিতে না-রাজ সৃজিত আর মিথিলা। কলকাতার এ পরিচালকের ৪৭তম জন্মদিনে তার ছায়াসঙ্গী হয়ে রইলেন মিথিলাই। শুধু তাই নয়, দুজনে আদুরে ছবিও তুললেন। একটি ছবিতে দেখা যায়, সৃজিতের কোলে চড়ে বসেছেন মিথিলা।

শনিবার সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশ্যাল প্রিভিউ, সঙ্গে বার্থ ডে’র জমজমাট পার্টি। সেখানে হাজির ছিলেন টলিউডের রথী-মহারথীরা।

এদিন এক ছাদের নীচে পাওয়া গেল জয়া আহসান এবং মিথিলাকেও। একটা সময় সৃজিত-জয়ার প্রেমের গুঞ্জন ডানা মেলেছিল। তবে সেই সব গুজবকে তুড়ি মেরে উড়িয়ে ফের সৃজিতের ছবির নায়িকা জয়া। পাশাপাশি ছবিও তুললেন তারা। তবে পার্টির সব লাইম লাইট কাড়েন সৃজিত-মিথিলা জুটি।

এদিন পার্টিতে একসঙ্গে আসেন সৃজিত-মিথিলা। পোশাকেও ছিল রং মিলান্তি। তবে এটা প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’ বলে গণমাধ্যমে দাবি করেন মিথিলা। কিন্তু বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন তার বাংলাদেশি স্ত্রী মিথিলা?

অভিনেত্রী বলেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনো ব্যাপার নেই, গিফট দিয়েছি। জন্মদিনে যে পাঞ্জাবিটা পরেছে সেটাও আমি দিয়েছি। তাছাড়া আমি যে এসেছি, সেটাই ওর কাছে বড় গিফট।’

‘হ্যাপিলি ম্যারেড’ সৃজিত-মিথিলার বিচ্ছেদ নিয়ে এত গুঞ্জন, তা নিয়ে বেশ বিরক্ত মিথিলা। তার সাফ কথা, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনো আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ-দুঃখ, চড়াই-উতরাই নিয়েই আমাদের সংসার।’

বিচ্ছেদ বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে এদিন সৃজিতের সঙ্গ দেন মিথিলা। কেক কেটে তার টুকরো বউয়ের মুখে তুলে দেন সৃজিত। চলে জমজমাট আড্ডা আর দেদার খানাপিনা।

যদিও এদিনের পার্টিতে দেখা মেলেনি সৃজিত ঘনিষ্ঠ রাজ-শুভশ্রীর। ‘দশম অবতার’-এ জয়ার জায়গায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু নায়িকা দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ায় বাদ পড়েন।

যদিও শুভশ্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি কাজটি করতে চেয়েছিলেন। কিন্তু সৃজিত নাকি শুভশ্রীর উপর ভরসা করতে পারেননি। তাই শুভশ্রীকে বাদ দিয়ে তিনি জয়া আহসানকে নিয়েছেন। তবে কি সেটা নিয়েই মনোমালিন্য হয়েছে সৃজিত-শুভশ্রীর? উত্তর আপাতত অজানা।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :