ছাদে পাতা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে মসজিদের ছাদে পড়ে থাকা গাছের ডাল-পাতা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (৯) ও রাহাত হোসেন (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই বাড়ির সম্পর্কে মামা-ভাগিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো. জিসান ও একই বাড়ির আবু তাহেরের ছেলে রাহাত হোসেন। নিহত জিসান পূর্ব চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও রাহাত চরবাটা ইসমাইলিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
তাদের সাথে থাকা অপর শিশু সাগর (১০) ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ইমাম এবং মক্তবের শিক্ষক আবু তাহের ছাদে থাকা পাতা পরিষ্কার করার জন্য তাদের গাছ বেয়ে ছাদে উঠার জন্য বলেছেন বলে অভিযোগ তাদের। ঘটনার পর থেকে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের আত্মগোপনে রয়েছেন।প্রত্যক্ষদর্শী সাগর জানান, সকালে মক্তবে পড়তে মসজিদে যায় জিসান, রাহাত ও সাগরসহ অন্য শিশুরা। মসজিদে যাওয়ার পর মক্তবের শিক্ষক ও মসজিদের ইমাম শিশু রাহাত, জিসান ও সাগরকে মসজিদের ছাদের ওপরে পড়ে থাকা পাতা পরিষ্কার করতে বলেন। ছাদে উঠার সিঁড়ি না থাকায় পাশের আম গাছ বেয়ে তারা ছাদে উঠার চেষ্টা করে। এসময় ছাদ ঘেঁষে থাকা পল্লী বিদ্যুৎ-এর এগারো হাজার ভোল্টেজের তারে প্রথমে জড়িয়ে পড়ে রাহাত, তাকে ছাড়াতে চেষ্টা করে বিদ্যুৎস্পৃষ্ট হয় জিসান। এসময় লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে বিষয়টি হুজুরকে অবগত করে সাগর। পরে তিনি বিদ্যুৎ অফিসে কল দিয়ে বিদ্যুৎ বন্ধ করতে বলেন। বিদ্যুৎ বন্ধ হওয়ার পর তাদেরকে মসজিদের ছাদ থেকে নামিয়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হুজুরের বিষয়টি আমরাও শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন