চট্টগ্রাম ডুবলেই মানুষ আমার হাতে মাছ ধরিয়ে দেয়: রিয়াজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭
অ- অ+

গত সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় গিয়ে চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করেছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। বলেছিলেন, ‘সরকার চিটাগংবাসীর জন্য দুহাত ভরে দিয়েছে, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে, চিটাগংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা।’

এ বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ট্রলের শিকার হচ্ছেন এ নায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তাকে নিয়ে বানানো মিম, রিল ও নানান পোস্ট। এছাড়া সম্প্রতি চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হলে তাকে নিয়ে বানানো একটি মিম ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে দেখা যায়, চট্টগ্রাম শহরের ডুবে যাওয়া রাস্তার মাঝে বিশাল এক কাতলা মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন রিয়াজ। এই বানানো ছবি নিয়ে তৈরি হওয়া এক রিল ভিডিওতে লেখা হয়েছে ‘নায়ক রিয়াজের তেলে, চট্টগ্রাম ডুবল জলে’। তবে এসব ট্রলে ক্ষুদ্ধ নন অভিনেতা। বরং তিনি বিষয়টি ইতিবাচকভাবেই দেখেন।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াজ বলেন, ‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলেই মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরিয়ে দেয়। ট্রল করে। এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে একটা কথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায় তবে পাক। আমি খুব ইতিবাচক মানুষ।’

নায়ক বলেন, ‘চট্টগ্রামে চমৎকার রাস্তা তৈরি হয়েছে, চট্টগ্রামে টানেল তৈরি হয়েছে, কর্ণফুলীর নিচ দিয়ে। আবার এটা ঠিক যে চট্টগ্রামের অনেক রাস্তা আছে, অনেক এলাকা আছে যেখানে অল্প পানিতে ডুবে যায়।’

চট্টগ্রামের জলাবদ্ধতার নিরসনে মেয়র ও দায়িত্বরত ও মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিয়াজ বলেন, ‘এটা আমাদের কারো কাছেই কাম্য না। আমরা বলি বীর চট্টলা, এটা একটা পোর্ট সিটি। আমাদের যাবতীয় উন্নয়নের সব কিছুই চট্টগ্রাম থেকেই আসে। এ ক্ষেত্রে আমি বলব নিচু অঞ্চলগুলোর জলাবদ্ধতা নিরসনে যেখানে দায়িত্বরত আছেন, সিটি মেয়র আছেন, তাদেরকে পজিটিভলি কাজ করতে হবে।’

জলাবদ্ধতার কারণ হিসেবে প্লাস্টিকের বোতলের কথা উল্লেখ করে রিয়াজ বলেন, ‘আগে প্লাস্টিকের বোতল ছিল না, এখন আমরা পানি খেয়ে প্লাস্টিকের বোতল ফেলে দিই, সেসব যায় কোথায়? হাজার হাজার টন প্লাস্টিকের বোতল এসব ড্রেনের মুখে আটকে যায়। তাই এটিও আমাদের জনসচেতনতামূলক কর্মকাণ্ড হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত।’

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা