সাভারে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ, সমাবেশ স্থগিত

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১

পূর্বঘোষণা অনুযায়ী বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। সেজন্য সাভারের আমিনবাজার এলাকায় সমাবেশের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন বিএনপির সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সেখানে কেবল কয়েকটি বাঁশ পড়ে আছে মঞ্চের কোন চিহ্নও নাই। গভীর রাতে পুলিশ কর্তৃক মঞ্চটি ভেঙ্গে ফেলা হয় বলে অভিযোগ করেছেন একাধিক বিএনপি নেতা।

এ ব্যাপারে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঢাকা টাইমসকে বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আজকের সমাবেশের জন্য সাভারের আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও গভীর রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা মিলে সেটি ভেঙে দিয়েছে।’

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, ‘ঢাকা জেলার এসপি রাত দেড়টার দিকে আমাকে ফোন দিয়ে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি উনাকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো আমাদের কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। এসপি বলেন, একই যায়গায় আওয়ামীলীগও সমাবেশের প্রস্তুতি নিয়েছে। তাই ওনারা (এসপি) প্রোগ্রাম করতে দিবেন না।’

নাম প্রকাশ না করার শর্তে ভেঙ্গে ফেলা বিএনপির মঞ্চের পাশের এক দোকানদার বলেন, রাত দুইটা পর্যন্ত ওই বিএনপির লোকজন মঞ্চ তৈরী করেছিলেন। পরে ভোর চারটার দিকে পুলিশ সদস্যসহ বেশ কিছু লোক এসে ভেকু দিয়ে মঞ্চটি ভেঙ্গে নিয়ে চলে যায়।

এদিকে মঞ্চ ভাঙা প্রসঙ্গে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী জানান, পুলিশের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। কোনো রাজনৈতিক দলের সমাবেশের মঞ্চ ভাঙার অধিকার পুলিশ রাখে না এবং পুলিশ এমনটি করেনি। বরং পুলিশ নিরাপত্তার স্বার্থে তৎপর রয়েছে।

ওই স্থানে বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিলো না। তাছাড়া একই স্থানে আওয়ামীলীগও সমাবেশ করার ঘোষণা দেয়। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশংকা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

(ঢাকাটাইমস/২৫সেপ্টম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :