উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৪০টি দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪২
অ- অ+

রাজধানীর উত্তরা এলাকায় দুইটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাইমুল ইসলাম এবং মো. রেজাউল করিম সোহেল, মো. আব্দুল আওয়াল, মো. সাইফুল হাসান ভূঁইয়া এবং রফিকুল ইসলাম।

তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রাসহ ৪০টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ দুই হাজার ২২৮ টাকা।

মঙ্গলবার বিকালে সিআইডির সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত রবিবার সিআইডির একটি টিম উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের লতিফ এম্পোরিয়াল মার্কেটের নিচ তলায় আল-মদিনা ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি এবং কুশল সেন্টারের নিচ তলার ২/২৩ নম্বর দোকানে মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা যথাযথ নিয়ম ছাড়া বৈদেশিক মুদ্রা কেনা-বেচার জন্য বাংলাদেশি টাকা হেফাজতে রাখার অপরাধ করেছেন বলে জানায় সিআইডি। তাই গ্রেপ্তারকৃত অপরাধীসহ অজ্ঞাতানামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে সোমবার উত্তরা পশ্চিম থানায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-৪০। আর পলাতক আসামিদের ধরতে সিআইডির অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত মো. নাইমুল ইসলাম ঢাকার দক্ষিণখান থানার আশকোনা দক্ষিণ গাওয়াইরের ৩৮৫ নম্বর বাড়ির মো. নবী হোসেনের ছেলে, মো. রেজাউল করিম সোহেল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দেওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল আওয়াল ঢাকার দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর, নূর সুলতান কটেজের মৃত ছাদিম আলী সরকারের ছেলে, মো. সাইফুল হাসান ভূঁইয়া একই এলাকার আব্দুল ওয়াহেদ ভূঁইয়ার ছেলে এবং রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কলাগাছিয়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল রহমানের ছেলে।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা