মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৫
অ- অ+

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। তুচ্ছ ঘটনার জের ধরে ৩ পরিবারের বিদ্যুতের লাইন কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির লাইনম্যানদের বিরুদ্ধে। এতে ওই ৩টি পরিবারের লোকজন অন্ধকারে থেকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, রাজনগর পল্লী বিদ্যুতের লাইনম্যানরা রবিবার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন এলাকায় বিদ্যুতের লাইনের আশপাশের গাছ কাটতে যান। এ সময় তাদের সাথে গ্রাহক মুহিবুর রহমানের পরিবারের লোকজনদের বাকবিতণ্ডা হয়। ঘটনার জের ধরে লাইনেম্যানেরা তাৎক্ষনিক আশাপাশের ৩টি পরিবারের বিদ্যুতের লাইন কেটে দেয়।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক মুহিবুর রহমান অভিযোগ করেন এলোপাতাড়ি গাছ কাটা নিয়ে আমার ছেলেদের সঙ্গে পল্লী বিদ্যুতের লাইনম্যানদের সামান্য বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে তারা আমার ভাই সফিক মিয়া, ভাতিজা জয়নাল মিয়া ও আমার লাইন কেটে দেয়। গ্রাহক সফিক মিয়া বলেন, আমার লাইন কেনো কাটা হয়েছে জানি না।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রাজনগর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক আজিমুদ্দিন সর্দার বলেন, লাইনম্যানকে লাঞ্চিত করা হয়েছে তাই তাদের লাইন কাটা হয়েছে। অন্য দুই পরিবারের বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুতের আইনে অভিযুক্তদের আত্মীয় স্বজনের লাইন কাটার নিয়ম আছে।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা