মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। তুচ্ছ ঘটনার জের ধরে ৩ পরিবারের বিদ্যুতের লাইন কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির লাইনম্যানদের বিরুদ্ধে। এতে ওই ৩টি পরিবারের লোকজন অন্ধকারে থেকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, রাজনগর পল্লী বিদ্যুতের লাইনম্যানরা রবিবার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন এলাকায় বিদ্যুতের লাইনের আশপাশের গাছ কাটতে যান। এ সময় তাদের সাথে গ্রাহক মুহিবুর রহমানের পরিবারের লোকজনদের বাকবিতণ্ডা হয়। ঘটনার জের ধরে লাইনেম্যানেরা তাৎক্ষনিক আশাপাশের ৩টি পরিবারের বিদ্যুতের লাইন কেটে দেয়।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক মুহিবুর রহমান অভিযোগ করেন এলোপাতাড়ি গাছ কাটা নিয়ে আমার ছেলেদের সঙ্গে পল্লী বিদ্যুতের লাইনম্যানদের সামান্য বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে তারা আমার ভাই সফিক মিয়া, ভাতিজা জয়নাল মিয়া ও আমার লাইন কেটে দেয়। গ্রাহক সফিক মিয়া বলেন, আমার লাইন কেনো কাটা হয়েছে জানি না।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রাজনগর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক আজিমুদ্দিন সর্দার বলেন, লাইনম্যানকে লাঞ্চিত করা হয়েছে তাই তাদের লাইন কাটা হয়েছে। অন্য দুই পরিবারের বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুতের আইনে অভিযুক্তদের আত্মীয় স্বজনের লাইন কাটার নিয়ম আছে।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

বগুড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা

মায়া চৌধুরীর ছেলে দীপুর জানাজায় মানুষের ঢল

বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আ.লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ১৭ ডিসেম্বরের পর: বাহাউদ্দিন নাছিম

তজুমদ্দিনে অবৈধ জাল জব্দ

আওয়ামী লীগে যোগ দিলেন ফরিদ আহমেদ

আচরণবিধি লঙ্ঘন, নোয়াখালী-১ আসনের আ.লীগ প্রার্থীকে শোকজ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

বগুড়ার ৪টি আসনে ১১ জনের মনোনয়নপত্র বাতিল
