যৌন হয়রানির অভিযোগে আইবিএ শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৩

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এ বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সভায় উপস্থিত সিন্ডিকেটের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের এক্সটারনাল হিসেবে দায়িত্বরত থাকায় চলতি বছরের আগস্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার কক্ষে থিসিস জমা দিতে এসে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :