বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন নাভিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১
অ- অ+

ভারতে আসন্ন আইসিসি বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক। নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ওয়ানডে ক্রিকেট যে তার জৌলুস হারাচ্ছে তার প্রমাণ হলো একের পর এক ক্রিকেটারের এই ফরম্যাট থেকে অবসর। সেই তালিকায় যুক্ত হলেন ২৪ বছর বয়সী আফগান এই পেসার। মূলত তার ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটা নেয়া সহজ ছিল না। কিন্তু আমার খেলার ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আমার সমস্ত ভক্তদের তাদের সমর্থন ও অঢেল ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বেশিরভাগ লিগেই নিয়মিত খেলছেন নাভিন। আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যও তিনি। তবে আফগানদের হয়ে ওয়ানডেতে এখনও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি।

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত মাত্র ৭টি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার। সবশেষ এশিয়া কাপে সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে আছেন তিনি। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে নাভিনকে। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ শেষ করে ৫০ ওভারের ক্রিকেট ছাড়বেন তিনি। তবে চালিয়ে যাবেন টি-টোয়েন্টি খেলা।

এই পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৭ ওয়ানডেতে ২৫.৪২ গড়ে ১৪ উইকেট নিয়েছেন নাভিন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা