আবারো চক্রান্ত-ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত: নাঈমুর রহমান দূর্জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২০
অ- অ+

বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা আবারো চক্রান্ত-ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দূর্জয়।

তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আগামী তিন মাস ছাত্রলীগকে মাঠে থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে।

মানিকগঞ্জের শিবালয়ের মহাদেবপুর সরকারি বিশ্ববিদ্যাল মাঠে বুধবার সন্ধ্যায় শিবায়ল উপজেলা ছাত্রলীগ ও মহাদেবপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দূর্জয় বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের আমলে দৌলতপুর-ঘিওর-শিবালয় সন্ত্রাসের রাজত্ব ছিল। অস্ত্রবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি, নৈরাজ্য ছিল। আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মানুষ শান্তিতে রাস্তাঘাটে চলতে পারে, শান্তিতে ঘুমাতে পারে।’

‘বিএনপি নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। জঙ্গি, মাদক ও সন্ত্রাস ঠেকাতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও মতায় আনতে হবে। আওয়ামী লীগের উন্নয়নের কথা জনগনের কাছে তুলে ধরতে হবে।’

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্রলীগকেও স্মার্ট হতে হবে।

সংসদ সদস্য দূর্জয় আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজের ভবন, যুব প্রশিণ কেন্দ্র, শেখ রাসেল আইটি সেন্টার, পাটুরিয়া আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম, নদী ভাঙ্গন রোধ, ঘরে ঘরে বিদ্যুত, আশ্রয়নে পাকা ঘর, মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের উপবৃত্তিসহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।’

‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভাল থাকে, বাংলাদেশ ভাল থাকে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন ও ভোটারদের আবারো নৌকায় ভোট দিতে হবে।’ এসময় দূর্জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করে দোয়া চান।

কর্মীসভার উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আ ফ ম সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান পিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, শিবালয় উপজেলা ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির, তেওতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বাশার সুমন প্রমূখ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা