বদলগাছীতে কালভার্ট ভাঙলো ট্রাকের ভারে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩
অ- অ+

নওগাঁর বদলগাছীতে মালবোঝাই ট্রাকের ভারে ভেঙে গেছে সড়কের কালভার্ট। এদিকে কালভার্টটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে পণ্যবাহী ঐ ট্রাকটি কালভার্ট ভেঙে স্লাবসহ খালের মধ্যে পড়ে আছে। ভ্যান, নসিমন, ইজিবাইক সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টে নেমে কোনো রকমে পার হচ্ছে।

পুকুরে হেলে পড়া ট্রাকের চালক হাসিন বলেন, আমি নওগাঁ থেকে আটা ভূসি নিয়ে মাতাজী যাবার কথা। হঠাৎ চাকরাইল বটতলী এসে ভাঙা কালভার্টের পাশ দিয়ে যাবার চেষ্টা করলে আমার গাড়ি পুকুরের পাড়ের নিচে হেলে পড়ে।

বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার পরিষদের দুইজন গ্রাম পুলিশকে ঘটনাস্থলে রেখেছি সার্বিক সহযোগিতা এবং যানজট মুক্ত করার জন্য।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, ঘটনাটি আমি জানার পর সাথে সাথে সড়কে কর্মরত ঠিকাদারকে বিষয়টি জানাই। ঠিকাদার তার শ্রমিকদের দিয়ে দুপুরের দিকে কালভার্টের যায়গাটি ভরাট করে যান চলচলের উপযোগী করেছে।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা