মানিকগঞ্জে খালাকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার
মানিকগঞ্জ পৌর এলাকায় আপন খালাকে হত্যার অভিযোগে ভাগ্নে আলমগীর হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর পৌর এলাকার বড়াই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, বাড়িতে যাবার রাস্তা নিয়ে আলমগীরের মা বিমলা বেগমের সঙ্গে তারই আপন খালা হারুনী বেগমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই বোনের সঙ্গে ঝগড়া হয়। এরই একপর্যায়ে আলমগীর ইট দিয়ে তার খালা হারুনী বেগমের মাথায় আঘাত করে। পরে ঢাকায় নেয়ার পথে হারুনী বেগমের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা রজুর আড়াই ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)