মাটিরাঙ্গায় সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মদ ও সিগারেট জব্দ, আটক ১

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান সিগারেট ও বিদেশী মদসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মো. রানা শেখ ( ২০) নামে এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত মো. রানা শেখ খুলনার মোড়লগঞ্জ থানার হোগলা বুনিয়া ইউপির জাকির শেখের ছেলে। বর্তমান ফেনীর জেলার রামপুর এলাকার জামাল উদ্দিন ছুট্টুর বাড়িতে ভাড়া থাকে।
মাটিরাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা শান্তিপরিবহন কাউন্টারের সামনে কলা ও জাম্বুরা ভর্তি মালবাহী ছোট ট্রাক তল্লাশি চালিয়ে ৩৯৪০ প্যাকেট ভারতীয় সিগারেট ও ৬৯ বোতল বিদেশি মদসহ রানা শেখকে আটক এবং মালামাল বহনকারী (ফেনী-ন-১১ ০২৮৯) পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা রানা স্বীকার করেছেন।
আটককৃত মদ ও সিগারেটের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৬৭ হাজার টাকা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারি রানা শেখের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী আইনি যথাযথ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশ যে কোনো অপরাধ প্রবণতা রোধে সদা সতর্ক অবস্থায় রয়েছে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন