বাইডেন বাংলাদেশকে হুমকি দিচ্ছেন: ওবায়দুল কাদের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে ট্রাম্পকে সামাল দিতে পারছে না, তিনি আবার বাংলাদেশকে নিয়ে হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আমাদের স্বাধীন দেশের নির্বাচন নিয়ে অন্য কোন দেশের কথা বলার যৌক্তিকতা কি আছে? কারো কথায় নির্বাচন হবে না, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কে এলো আর এলো না তাতে কিছু আসে যায় না।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পনেরো বছরের ব্যবধানে যোগাযোগ, বিদ্যুৎসহ সকল খাতের উন্নয়ন দেখেই বোঝা যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা চলছে। আগামীতে সমৃদ্ধ বর্ণীল বাংলাদেশ নির্মাণে এখনো ক্লান্তিহীন সংগ্রাম করছে যাচ্ছেন শেখ হাসিনার। গত ৪৮ বছরে দক্ষ, সাহসী, জনপ্রিয়, দুর্বার নেতা শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র দমিয়ে রাখতে পারেনি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কে কী বললো তাতে আমাদের আসে যায় না। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তবে কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের প্রতিহত করা হবে।
আমেরিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে ট্রাম্পকে সামাল দিতে পারছে না আবার তিনি বাংলাদেশকে নিয়ে হুমকি দিচ্ছেন। জো বাইডেন নিজে বলছেন তিনি আবারও ক্ষমতায় থাকতেন চান, ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে গণতন্ত্র ধ্বংস করে দিবেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতির নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। যখন ভিসা নীতি ওয়াসিংটনের তখন ভয় দেখায় মির্জা ফখরুল। দেশের মানুষ হলো আমাদের শক্তি, মানুষ চাইলে আমরা তাক থাকবো না চাইলে থাকবো না। কিন্তু কোনো দেশের ভিসা নীতি কে আমরা ভয় পাইনা। মুক্তিযুদ্ধের সময় যে বিরোধী অবস্থান ছিল তা আবার স্পষ্ট হলো।
ওবায়দুল কাদের বলেন, ওয়াশিংটন হিলে ৬ জানুয়ারি ৬টি প্রাণ ঝরলো, এ কেমন গণতন্ত্র? আপনাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমন দিন নেই, যেদিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হয় না। তাহলে আমাদের ভয় দেখান কেন? আবার দালাল লাগিয়েছেন ফখরুলকে।’
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়কের নামে অস্বাভাবিক সরকার দেশে আর আসবে না। বিএনপির পক্ষ থেকে নির্বাচন ঠেকাতে কে আসবে তা দেখার অপেক্ষায় আছি। যারা নির্বাচন বাধা দিতে আসবে তাদের উপর ভিসা নীতি। আমরা আগেও বলছি বাংলাদেশের নির্বাচন হবে যথা সময় সুষ্ঠু ও নিরপেক্ষ । দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমাদের স্বাধীন দেশের এসব নিয়ে অন্য কোন দেশের কথা বলার যৌক্তিকতা কি আছে?।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে কাদের বলেন, সামনে চ্যালেঞ্জ। এখন থেকেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বিএনপি-জামায়াত যদি আবারও নাশকতা সৃষ্টির চেষ্টা করে তবে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করতে হবে।
৭৫ আওয়ামী লীগের ব্যর্থতার দায় নিয়ে ওবায়দুল কাদের নেতাকর্মীদের আরও বলেন,সাহসী ও সততা নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন,দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ইঞ্জি. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেএ/কেএম)